ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখী ১১টি জাহাজের একটি ‘কনশানস’ থেকে আটক হওয়ার বার্তা দিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। এরপর ইসরায়েলি বাহিনীর হাতে তার আটক হওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।তবে তথ্য যাচাইকারীরা প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে, ছড়িয়ে পড়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।ওই ছবিতে দেখা গেছে, বাংলাদেশে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের ছবি আঁকা টি-শার্ট পরিহিত শহিদুল আলমকে সমুদ্রের পাড়ে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকজন সদস্য।বুধবার (৮ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, গাজা অভিমুখী স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও নির্বাচিত জনপ্রতিনিধিদের বহনকারী ‘কনশাস’ নামের নৌবহরকে ইসরায়েলি বাহিনী অবৈধভাবে আটক, আক্রমণ ও জোরপূর্বক অপহরণ করেছে। নৌবহরটিতে বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমও ছিলেন।একই দিনে প্রকাশিত একটি ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, ‘ইসরায়েলি হানাদার বাহিনী আমাদের জাহাজে উঠেছে...