ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, “তারেক রহমানের অঙ্গীকার, বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় মডেল মন্দির নির্মাণ করা হবে। আপনারা নির্ভয়ে এ দেশে থাকবেন, এ দেশ আপনাদের-আমাদের সবার। কাউকেই ভারত চলে যেতে হবে না।” তিনি বলেন, “গত সতেরো বছরে শেখ হাসিনা সারা বাংলাদেশে পাঁচশো পঞ্চাশটি মডেল মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু একটিও মডেল মন্দির নির্মাণ করেননি। অনেক মন্দিরে হামলা-ভাঙচুর হয়েছে, তাতেও তার কোনো বিচার করা হয়নি।” বুধবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার কলাইকান্দা গ্রামে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের স্মরণে বাৎসরিক যুব মতুয়া ধর্মীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতি বছর বাংলা আশ্বিন মাসে কলাইকান্দা এলাকায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের স্মরণে এই ধর্মীয় উৎসব পালিত হয়। তিনি আরও বলেন, “শেখ হাসিনা আপনাদের রেখে...