জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সাথে পাল্লা দিচ্ছে ভারতে তৈরি একটি অ্যাপ। নাম ‘আরাত্তাই’। গত সপ্তাহে সাত দিনে সাত লক্ষবার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। এমনটিই জানিয়েছে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান জোহো, যারা মূলত ক্লাউড প্রযুক্তিভিত্তিক বিজনেস সফটওয়্যার তৈরি করে থাকে। ‘আরাত্তাই’ একটি তামিল শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে হাস্যরসাত্মক বা বিনোদনমূলক আড্ডা। বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার-এর দেওয়া তথ্য বলছে, গেল আগস্টেও ‘আরাত্তাই’ অ্যাপটি ডাউনলোডের সংখ্যা ছিল ১০ হাজারের নীচে। সেখান থেকে সংখ্যাটা ৭ দিনে ৭ লাখে পৌঁছাবে, তা কোনো কারণ ছাড়া হতে পারে না। এক মাস আগেও খোদ ভারতের বাজারে যে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটির নাম-ও শোনেননি অনেকে, সপ্তাহের ব্যবধানে সেই অ্যাপটি-ই এখন রীতিমতো ‘টক অব দ্য কান্ট্রি’ হয়ে উঠেছে। অবশ্যই এর একটি প্রেক্ষাপট আছে। ভারতীয়দের মাঝে ‘আরাত্তাই’ অ্যাপটি ব্যবহারের হিড়িক পড়েছে...