০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী কাজীর শুরা এলাকায় চলছে ইলিশ কেনাবেচার মহা উৎসব। নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে মাছ ধরা, পরিবহন ও বিক্রির ধুম। সরেজমিনে দেখা যায়, কাজীর শুরা বাজার সংলগ্ন ঘাটে জেলেদের নৌকা ভিড়তেই ছুটে যান ক্রেতারা। কেউ আসছেন দূর-দূরান্ত থেকে পদ্মার টাটকা ইলিশ কিনতে, আবার কেউ স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পাইকারি দরে কিনছেন বড় পরিমাণে মাছ। স্থানীয় ক্রেতারা অভিযোগ করেছেন, কিছু প্রভাবশালী দালাল ও তথাকথিত ‘সেন্টিগেট’ চক্রের কারণে তারা ন্যায্য দামে মাছ পাচ্ছেন না। এসব চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন লাখ টাকার ইলিশ কেনাবেচা করছে...