০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম আফগানিস্তানের স্পিনারদের দারুণভাবে সামলে দলকে এগিয়ে নিচ্ছিলেন তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ। হৃদয়ের দুর্ভাগ্যজনক রান আউটে ভাঙল শতরানের সেই জুটি। কাভারে ঠেলে দিয়ে রান নিতে গিয়েছিলেন হৃদয়। ভুলটা তারই। মিরাজ ক্রিজ ছাড়েননি। হৃদয় চলে আসেক বেশ খানিকটা। সেখান থেকে ফেরার আগেই রান আউটের শিকার হন তিনি। ৮৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ৫৬ রানে আউট হলেন হৃদয়। ভাঙে ১৪২ বলে ১০১ রানের জুটি। ৫৩ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ১৫৪ রানে হারাল চতুর্থ উইকেট। ৮১ বলে ৫৬ রান নিয়ে ব্যাট করা মিরাজের নতুন সঙ্গী জাকের আলি। টপ অর্ডারদের দ্রুত হারানোর পর তাও হীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে লড়ছে বাংলাদেশ। এরই মাঝে এই জুটি পেরিয়েছে...