গাজীপুরের শ্রীপুরে বিষপানের ১৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাংবাদিক জামাল উদ্দিন (৫০)। তিনি শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ‘আজকালের খবর’ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মৃত্যুর কাছে হার মানেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জামাল উদ্দিন উপজেলা রাজবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়িতে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১৭ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর গত ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ...