আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তাতে চাপ তৈরি হয়, সেটি সামাল দিতে চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়েন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। তবে জুটিতে ১০০ রান তুলতে তারা খেলেন ১৩৮ বল। এর মাঝেই দুজনে তুলে নেন ফিফটি। কিন্তু জুটিতে আর এক রান যোগ হতেই ধৈর্য্য ধরে রাখতে পারেননি দুজন। নাঙ্গেলিয়া খারোতির বলে কাভারে ঠেলে এক রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান হৃদয়। ৮৫ বলের ইনিংসে ১ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন তিনি। এটি ছিল তাওহীদের দশম ওয়ানডে ফিফটি। অন্য প্রান্তে...