আরবাজ খান এবং তার স্ত্রী সুরা খান অবশেষে ইনস্টাগ্রামে তাদের সন্তান হওয়ার খবর নিশ্চিত করেছেন। এই দম্পতি গত ৫ অক্টোবর তাদের কন্যা সন্তানকে স্বাগত জানান। তবে বুধবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই প্রকাশ করেননি। বুধবার একইসঙ্গে কন্যার নামও প্রকাশ করলেন আরবাজ ও সুরা। যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তারা জানান, একরত্তির নাম রাখা হয়েছে- সিপারা। তবে কন্যাসন্তানের মুখ এ দিন প্রকাশ্যে আনেননি তিনি। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ৫ অক্টোবর কন্যার জন্ম দিয়েছেন সুরা খান। বুধবারই হাসপাতাল ছেড়ে বাড়ি গিয়েছেন তারা। হাসপাতাল ছেড়ে যাওয়ার কিছু ভিডিও এরইমধ্যে ভাইরাল। যেখানে আরবাজকে কোলে সদ্যোজাতকে নিয়ে যেতে দেখা গেছে। ২০১৬ সালে মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল আরবাজের। ২০২৩-এ মেকাপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন তিনি। গত বছর থেকেই শুরু হয়েছিল আরবাজ ও...