বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ না করে নিজেই মনগড়া মন্তব্যটি করেছেন। এর সঙ্গে দলীয় সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। রিজভী উল্লেখ করেন, দলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জনমনে যাতে কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি না হয়, সে জন্য বিএনপির পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে বিবৃতিতে। উল্লেখ্য,...