যশোর: দাদার লাঠির আঘাতে মাহেরা আক্তার মিনতাহা নামে এক মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার ফতেপুরে।মিনতাহা ওই গ্রামের মিরাজুল হকের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মিনতাহার দাদা শাহজাহান দাম্পত্য কলহের জের ধরে দাদিদে (শাহজাহানের স্ত্রী) বাড়ি মারেন। তিন্তু, বাড়িটি পাশে থাকা মিনতাহার মাথায় লাগে। এতে মিনতাহা গুরুতর আহত হলে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি...