কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদী দিয়ে ভেসে এসেছে একটি মৃত গন্ডার। মঙ্গলবার সন্ধ্যার পর মৃত গন্ডারটি উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, কয়েক দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ভারতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এর ফলে পাহাড় ধ্বস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদী দিয়ে কাঠের গুড়ি, মরা গরু, সাপ ও মাছ ভেসে আসছিল। তার মধ্যেই এই মৃত গন্ডার ভেসে আসে। ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, বনবিভাগের কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, “গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র সড়ানো সম্ভব নয়। তাই ওখানেই গর্ত করে মাটিচাপা...