বগুড়ার ধুনটে আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার আলামত নষ্টের অভিযোগে সাবেক ওসি কৃপা সিন্ধু বালার (৫১) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জিয়া উদ্দিন মাহমুদ এ আদেশ দেন।আরো পড়ুন:মাদক মামলায় নারীর যাবজ্জীবনফেনীতে শিশু হত্যা মামলায় সাত বছরের কারাদণ্ড এর আগে, মঙ্গলবার পিবিআই পরিদর্শক আনোয়ারুল ইসলাম দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তরা হলেন- ধুনট উপজেলার জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদুজ্জামান ওরফে মুকুল (৪৮) ও গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এ কর্মরত ও ধুনট থানার সাবেক ওসি কৃপা সিন্ধু বালা। বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক বলেন, ‘‘মঙ্গলবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম দুই জনের...