সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (৮ অক্টোবর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। বিচারক জামিনের আদেশে বলেছেন, জুলাই ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের পক্ষে এই আসামির (ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া) সক্রিয় ভূমিকা ছিল। আসামি কথিত রাজনৈতিক সংগঠনে জড়িত থাকলে উক্ত আন্দোলনকালে ছাত্রদের পক্ষে এই ধরনের ভূমিকা পালন সম্ভব হতো না। শুনানিকালে যে অভিযোগ উত্থাপিত হয়েছে তথা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আতিকুর রহমানের প্ররোচনায় আসামিকে অত্র মামলায় অন্যায়ভাবে আটক করে গ্রেপ্তার দেখানো হয়। এটি একটি গুরুতর অভিযোগ। এই ধরনের অভিযোগ তদন্ত হওয়া প্রয়োজন মর্মে আদালত মনে করেন। কোনো মামলায় এই ধরনের অভিযোগ উত্থাপিত হলে মামলার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। বিচারক আরও বলেন, এছাড়া নথি পর্যালোচনায় দেখা যায়, অত্র আসামিকে আটকের পরে...