হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে ছয় পুলিশ সদস্যকে মারপিট করে চুরির মামলার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান তালুকদার মামলাটি করেন। মঙ্গলবার ঘটনা ঘটার পর রাতেই অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি মামুন, তার মা শাহেনা বেগম, ভাই জুবেদ মিয়া ও বোন মেঘনা আক্তারকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, নবীগঞ্জ থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত ১০টায় শহরের আনমনু এলাকায় অভিযান চালিয়ে সোহেল নামে চুরির মামলার এক আসামিকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করতে নোয়াপাড়া এলাকায় গিয়ে হামলার শিকার হয় পুলিশের দলটি। ওসি বাংলানিউজকে...