শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত গজনী পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত থাকে। প্রকৃতির অপরূপ সৃষ্টি এই কেন্দ্রটি জেলা এবং সারাদেশে পর্যটনের জন্য পরিচিত। পর্যটন কেন্দ্রটি জেলা প্রশাসক কার্যালয়ের নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৯৩ সালে ৯০ একর জায়গায় গজনী অবকাশ কেন্দ্র গড়ে তোলা হয়। এরপর গত ২০ বছরে ওয়াচ-টাওয়ার, কৃত্রিম লেক, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, কৃত্রিম ঝর্ণা, ভাসমান ব্রিজসহ নানা স্থাপনা নির্মাণ করা হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই স্থাপনাগুলো লিজ বাবদ প্রতি বছর প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা আয় হয়। তবে অভিযোগ উঠেছে, এই অর্থ পর্যটন কেন্দ্রের উন্নয়নে খরচ না করে জেলা প্রশাসনের অন্যান্য খাতে ব্যয় দেখানো হয়। যা নিয়ে আগত পর্যটক, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল প্রশ্ন তুলেছেন। অপরদিকে, গত দুই বছরে জেলা প্রশাসনের অনুমতিতে ইজারাদাররা ঝুলন্ত ব্রিজ,...