"আমি কন্যাশিশু, স্বপ্নগড়ব, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জেলাপ্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। এসময় অতিরিক্ত জেলাপ্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্মক্ষেত্র ও সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ...