“আর কয়দিনই বা বাঁচব? বাঁচার আগে যদি ভালো রাস্তায় হেঁটে নামাজে যেতে না পারি, তাহলে মরার পরে ড্রেন হয়ে কী লাভ!” এমন তীব্র আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মজলিশপুর গ্রামের ৯০ বছর বয়সী প্রবীণ মুসুল্লি আব্দুল হামিদ সরদার। সম্প্রতি মসজিদে এশার নামাজ শেষে বাসায় ফেরার পথে প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন। তিনি জানান, সরকারি পুকুরপাড় সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতার সমস্যা চলছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পচা পানি জমে যায়। স্থানীয়দের একাধিকবার আবেদন এবং পৌরকর পরিশোধ সত্ত্বেও সমস্যার সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আব্দুল হামিদ বলেন, “বছরের পর বছর ধরে কাউন্সিলর, মেয়র ও পৌর প্রশাসককে বলেছি এই রাস্তায় একটা ড্রেন করে দিতে। সবাই শুধু আশ্বাস দেয়, কাজের কাজ...