বিএনপির মনোনয়ন পেতে ঢাকায় তদবির চালিয়ে ব্যর্থ হয়ে লন্ডনে গেছেন মৌলভীবাজার-১ আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মো. নাসির উদ্দিন মিঠু। গত মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে পৌঁছান। মনোনয়নের সবুজ সংকেত পেতে তিনি দলের সিনিয়র নেতা ও তারেক রহমানের ঘনিষ্ঠদের সঙ্গে নিয়মিত যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন।অন্যদিকে, একই আসনে তৃণমূলের সমর্থন পাচ্ছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু। তিনি প্রবাসে থেকেও এলাকায় সক্রিয় ছিলেন, সম্মেলন আয়োজন, কমিটি গঠন, এবং ৩১ দফা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইসিটি মামলার কারণে দেশে ফিরতে না পারলেও, নেতা-কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে গেছেন।দলীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার-১ আসনে চারজন মনোনয়নপ্রত্যাশী সক্রিয়ভাবে কাজ করছেন। ইতিমধ্যে দলীয় পর্যায়ে মাঠ জরিপ ও মনোনয়নপ্রত্যাশীদের কার্যক্রম মূল্যায়ন শেষ হয়েছে। এখন বিশ্লেষণ চলছে হাইকমান্ডে।বড়লেখা পৌর বিএনপির...