ফ্যাসিবাদ বিরোধীদের জন্য মিডিয়া কাঠামো উন্মুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বর্তমান সরকার কোনো গণমাধ্যম বন্ধ করবে না, নতুন গণমাধ্যম অনুমোদন দেবে বলেও জানান তিনি। বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা। নতুন দুটি টেলিভিশন চ্যানেল (লাইভ টিভি ও নেক্সট টিভি) অনুমোদন দেওয়ার বিষয়ে আনতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ‘গত ১৫ বছরে যত মিডিয়া অনুমোদন দেওয়া হয়েছে, সেটা অবশ্যই রাজনৈতিকভাবে দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়ার পর মিডিয়াগুলো কীভাবে ভূমিকা পালন করেছে আপনারা জানেন। সেখানে অবশ্যই পক্ষপাত ছিল। মানুষকে যখন গুম-খুন করা হয়েছে তখন উনাদের কোনো কনসার্ন পাওয়া যায়নি।’ মাহফুজ আলম বলেন, ‘এ সরকারের নীতি হচ্ছে কোনো মিডিয়া বন্ধ হবে না। হোয়াট ইজ...