বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনার বেশিরভাগ অংশ জুড়ে আছেন হামজা দেওয়ান চৌধুরী। হোটেলে, অনুশীলনে- সব জায়গাই হামজা বন্দনা তার ভক্তদের। বৃহস্পতিবার রাতে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। বুধবার বিকেলে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হামজা ফিজিক্যালি উপস্থিত না থাকলেও ছিলেন আলোচনায়। এ যেমন, হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউডের কাছে হামজাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়ে চমকে দেন সবাইকে। হামজা ইংলিশ লিগের লেস্টার সিটির খেলোয়াড়। তাকে নিয়ে আপনার কোনো আলাদা পরিকল্পনা আছে কি না? জবাবে হংকংয়ের ইংলিশ কোচ বলেন, ‘হামজা আমার দলের হলে তার জায়গা হতো বেঞ্চে! তবে এটা ঠিক, তার দক্ষতা সম্পর্কে আমরা অবগত আছি। সে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে। তাকে হয়তো মিডফিল্ডার হিসেবেও খেলাতে পারেন। আমি বলবো ফুটবল দলীয় খেলা, এখানে একজন দিয়ে দল তৈরি হয় না।’ বুধবার বাংলাদেশের আগে ম্যাচ ভেন্যু...