তবে উপদেষ্টাকে বহনকারী মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট না থাকায় তার শাস্তি দাবি করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)। বুধবার (৮ অক্টোবর) বিকেলে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়। পোস্টে বলা হয়, ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনে যান উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান। উপদেষ্টাকে বহনকারী বাইকসহ হেলমেটবিহীন বহরের সব বাইকারকে ট্রাফিক আইনে শাস্তির আওতায় আনার দাবি করছি। বিষয়টি নিয়ে জানতে চাইলে পুসাবের একজন নেতা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘এটা আমাদের অফিসিয়াল পেজ। সেখান থেকে যেসব বিবৃতি-বিজ্ঞপ্তি যেটাই দেওয়া হোক, সেটা আমাদের অফিসিয়াল বক্তব্য। ফলে উপদেষ্টাকে বহনকারী মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় শাস্তির দাবি জানানোও আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট (বিবৃতি)।’ পুসাবের ফেসবুক পেজটি অনুসরণ করছেন ৭ লাখ ২৫ হাজার ফেসবুক ব্যবহারকারী। তাদের মধ্যে...