নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। সেই সাথে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৭ অক্টোবর দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জসিমউদ্দিন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। মূলত আর্থিক ও পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত সুমাইয়া ও সানজিদাকে দুই দিনের এবং বাকিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত ৭ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কারমাঠ এলাকার একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মো. নয়ন (৪৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মো. নয়ন (৪৯)...