জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দেওয়া নির্দেশনা মাঠ পর্যায়ে কাস্টম হাউজ, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলের অনেক কর্মকর্তারা মানছেন না বলে অভিযোগ করেছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, আমাদের কাছে অনেক সময় অভিযোগ আসে যে আমরা নির্দেশ দিই, মাঠ পর্যায়ে তা মানা হয় না। চেয়ারম্যান বলেন, ব্যবসায়ী ও পেশাজীবীদেরও দায় আছে। আপনি ব্যবসায়ীরা আছেন, প্রফেশনালরা আছেন, আপনাদেরও দায়িত্ব আছে। আপনি এসব সহ্য করলে কর্মকর্তারা আরও অনিয়ম করবে। তাই সহ্য না করে কমপ্লেইন করা উচিত। তিনি বলেন, এখন অনলাইনের মাধ্যমে সহজেই অভিযোগ জানানো যায়। কমপ্লেইন করলে ইনকুয়ারি করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এনবিআরও হুইসেল ব্লোয়ারদের মাধ্যমে অনেক তথ্য পাচ্ছে। চেয়ারম্যান আরও বলেন, কাস্টম হাউজগুলোতে পণ্যের মূল্যায়নের ক্ষেত্রে ট্রাঞ্জেকশন প্রাইস অনুসরণ করার নির্দেশনা থাকা সত্ত্বেও...