ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে কন্নড় ভাষার সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে রুপালি জগতে অভিষেক হয় তার। এরপর তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায় একের পর এক সফলতা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি প্যান-ইন্ডিয়ান তারকা হিসেবে।তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে— কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে রাশমিকাকে নাকি নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন এই জনপ্রিয় অভিনেত্রী।গুড নিউজ কন্নড়কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, ‘দেখুন, ভেতরে কী ঘটছে, বাইরের দুনিয়া তা জানে না। ঈশ্বরই জানেন কী হচ্ছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবন ক্যামেরায় ধরে রাখতে পারি না, আর ব্যক্তিগত বার্তা অনলাইনে শেয়ার করার মতো মানুষও নই।’তিনি আরও বলেন, ‘মানুষ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যা-ই বলুক না কেন, তাতে কিছু যায় আসে না। তবে পেশাগত...