০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পিএম মাদকবিরোধী তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় কক্সবাজার জেলার চকরিয়া থানা সংলগ্ন এলাকায় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করে র্যাব-১৫। সভায় উপস্থিত ছিলেন র্যাব-১৫ এর অধিনায়কসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ। সভার মূল লক্ষ্য ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমাজে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলা। সভায় বক্তারা বলেন, মাদক আজ বাংলাদেশের সামাজিক কাঠামো ও তরুণ প্রজন্মের জন্য এক গভীর হুমকি। এটি কেবল একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবারের সুখ-শান্তি ও সমাজের স্থিতিশীলতাকেও বিপর্যস্ত করে তোলে। বক্তারা আরও বলেন, মাদকাসক্তি...