নিজস্ব প্রতিবেদক: তথ্য প্রকাশে স্বচ্ছতার অভাব এখনো বাংলাদেশের শেয়ারবাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন সিএফএ জানিয়েছেন, এই ঘাটতি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে আছে। বুধবার (০৮ অক্টোবর) ঢাকায় “Empowering Investors through Emerging Technology and Digital Finance” শীর্ষক সেমিনারে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এটি বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০২৫-এর ধারাবাহিক কর্মসূচির অংশ। ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, প্রযুক্তিতে বড় বিনিয়োগ সত্ত্বেও শেয়ারবাজার প্রত্যাশিত সুফল পাচ্ছে না। এর মূল কারণ হলো বিভিন্ন স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয়ের অভাব। তিনি আরও উল্লেখ করেন, অনেক কোম্পানির আর্থিক তথ্য সঠিকভাবে প্রকাশিত হয় না, যা পুরো ইকোসিস্টেমে নেতিবাচক...