পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তির জন্য আরও বেশি সংখ্যায় সেনা মোতায়েন জরুরি বলে মনে করছেন সাবেক সেনা কর্মকর্তারা। বিদেশি গোয়েন্দাদের ইন্ধন ও প্রলোভন থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে পাহাড়ে দায়িত্ব পালনে গিয়ে নিহত সেনা সদস্যদের তালিকা প্রকাশের দাবিও জানান তারা। ‘সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম: শান্তির অন্বেষণ’ শীর্ষক আলোচনার আয়োজক ছিল রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার রাজধানীর মহাখালীতে রাওয়া প্লাজায় আলোচনায় সাবেক সেনা কর্মকর্তারা বলেন, দেশি-বিদেশি শক্তির সরাসরি ইন্ধনে পার্বত্য এলাকা অশান্ত হয়। এ সময় অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘এটা পার্বত্য চট্টগ্রামের সমস্যা নয়। এটা বাংলাদেশের একক সমস্যা নয়। এটা একটা আঞ্চলিক সমস্যা।’ সাবেক সেনা কর্মকর্তা আব্দুল আল ইউসুফ বলেন, ‘সিভিলিয়ানদের প্রটেকশন দেওয়ার জন্য আমরা এপিসি কিনেছি। আমাদের এপিসি কেন পার্বত্য চট্টগ্রামে মোতায়েন করা...