দক্ষিণ এশিয়ার এ অঞ্চলের জল-হাওয়ার সঙ্গে পরিচয়টা অনেক দিনের অ্যাশলে ওয়েস্টউডের। ভারতে দীর্ঘদিন কাজ করার সুবাদে এ অঞ্চলের ফুটবলের গলি-ঘুপচিও চেনা ৪৯ বছর বয়সী ভদ্রলোকের। এই কোচই আজ হয়ে উঠতে পারেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকির। কারণ তার হাতে আছে একটা বহুজাতিক দল। হংকং চায়না দলে ব্রাজিল, জার্মানি, বলিভিয়া, নিউজিল্যান্ড, ক্যামেরুন ও জাপান বংশোদ্ভুত খেলোয়াড় আছেন ১০ জনের মতো। দলের কোন খেলোয়াড়ের নাড়ি দুনিয়ার কোন অঞ্চলে পোঁতা এটা অবশ্য মূখ্য নয় ওয়েস্টউডের কাছে। ২০২৪-এর মার্চে দায়িত্ব নেওয়া ব্রিটিশ কোচের কাছে এটা স্রেফ হংকং দল। বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাও বলছেন তার ভাবনায় বহুজাতিক হংকং নেই। বরং ঘরের মাঠে এমন একটি দলকে মোকাবেলার জন্য প্রস্তুত তার দল, যে দলটিকে খুব এগিয়ে রাখতে চান না বাংলাদেশ কোচ। র্যাংকিংয়ে হংকং আছে ১৪৬তম স্থানে।...