পায়ের পেশির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি তপু বর্মন। কানাডা থেকে ঢাকায় এসে মাত্র এক সেশন অনুশীলন করতে পেরেছেন তিনি দলের সঙ্গে। হংকং চায়নার বিপক্ষে ম্যাচের সেরা একাদশ তাই এখনও চূড়ান্ত করেননি হাভিয়ের কাবরেরা। এরই মধ্যে প্রশ্ন উঠল জামাল ভূঁইয়ার খেলার সম্ভাবনা নিয়েও। কেননা, বাছাইয়ে আগের দুই ম্যাচেও সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে এসে কথা বলে শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগই পাননি তিনি! এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার রাত ৮টায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলা গত দুই ম্যাচে অধিনায়ক জামালকে মাঠে নামাননি কাবরেরা। হংকং ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়লেন কোচ। উত্তরও তিনি দিলেন কৌশলী সুরে। “অবশ্যই, জামাল খেলুক বা না খেলুক, সে আমাদের অধিনায়কই থাকবে। এটা অপরিবর্তনীয়।”...