এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বে নিজেদের মাঠে আরও একটি ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ‘বহুজাতিক’ হংকং চায়না। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা দলটিকে হারানোর প্রতিশ্রুতি মিলেছে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে। বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। ম্যাচটি দেখাবে টি-স্পোর্টস, নাগরিক টিভি, আই স্ক্রিন ও বংগ বিডি। এশিয়ান কাপে বাংলাদেশের অবস্থান সুখকর নয়। ‘সি’ গ্রুপে সিঙ্গাপুর ও হংকং ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। বাংলাদেশ ও ভারত একটি করে পয়েন্ট নিয়ে তলানিতে। বাছাই পর্বে টিকে থাকতে হলে বাংলাদেশের জয় ছাড়া বিকল্প নেই। তাই তো জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘আমাদের প্রতি সবার প্রত্যাশা অনেক। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আমরা প্রায় ১০ দিন ধরে অনুশীলন করছি, বড় এক চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি।...