ঝালকাঠির নলছিটিতে একটি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটি ছিল মারাত্মক বিষাক্ত সাপ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের করুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। হঠাৎ এমন ঘটনায় স্বাস্থ্যকর্মী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, এ দিন সকালে ওই ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে এসে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ক্লিনিকের ফ্লোরে সাপের নড়াচড়া দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় কয়েকজন ছুটে আসেন। পরে তারা ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে মোট ৭টি সাপ ধরে পিটিয়ে মেরে ফেলেন। সবগুলোই ছিল বিষাক্ত। স্থানীয়দের ধারণা, ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ফাঁক-ফোকর ও গর্ত তৈরি হয়েছে। সেখানেই সাপের আবাসস্থল গড়ে উঠেছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মারজিয়া খানম...