সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রী হলগুলোতে বানরের উপদ্রব বেড়ে গেছে। গত কয়েক মাসে শতাধিক ছাত্রী বানরের আক্রমণে আহত হয়েছেন। টিলা ও গাছপালা ঘেরা সামাদ রহমান হল ও সুহাসিনী দাস হলে খাবারের সন্ধানে বানর দল বেঁধে প্রবেশ করে শিক্ষার্থীদের প্রতিদিনই আতঙ্কিত করছে। বন বিভাগের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে হলের চারপাশে নেট স্থাপন, আশপাশের গাছের ডালপালা ছাঁটাই, ট্র্যাপ বসানোসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, তবুও বানরের উৎপাত নিয়ন্ত্রণে আসছে না। এ পরিস্থিতিতে বুধবার (৮ অক্টোবর) সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার ঢাকার আগারগাঁওয়ের বন ভবনের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের...