সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা করছে সরকার। তবে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) আশঙ্কা প্রকাশ করেছে, আসন্ন বোরো মৌসুমে এই নীতিমালার বাস্তবায়ন ডিলারদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং দেশের সার সংকট আরও বাড়তে পারে। এজন্য নীতিমালা বাস্তবায়ন পেছানোর দাবি জানিয়েছে বিএফএ। একই সঙ্গে সার ডিলারদের কমিশন বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বেসরকারি পর্যায়ে আমদানি বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির সীমা ব্লোসম টাওয়ারের একটি কনফারেন্স রুমে ‘সম্প্রতি ঘোষিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ এবং বেসরকারি পর্যায়ে নন-ইউরিয়া সার আমদানির ভর্তুকি প্রদান পদ্ধতি-২০১৫ সংক্রান্ত’ এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সারাদেশের ডিলারদের উপস্থিতিতে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএফএ’র প্রতিষ্ঠাতা ও সাবেক...