মসজিদটি ওগল্যান্ডি এলাকায় অবস্থিত। মাংগিস্তাউ অঞ্চলের কারাকিয়ান জেলার অন্তর্গত। অনেকে এটিকে খোদাই করা মসজিদ বলেও উল্লেখ করেন।এই মসজিদ নির্মাণের ধর্মীয় ও ঐতিহাসিক কাহিনি স্থানীয়দের বিশ্বাস ও কিংবদন্তিতে আবৃত। বলা হয়ে থাকে, সুফি সাধক বেকেত আতা এই মসজিদ নির্মাণ করেছিলেন। এখানেই জীবনের শেষ দিনগুলি কাটিয়েছেন। তিনি ১৮শ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন এবং ইসলাম ও সুফি ধারার প্রচার করেছিলেন। মসজিদটি পাথরের তৈরি, এবং চারটি পৃথক ভাগ বা কক্ষ নিয়ে গঠিত। একটি কক্ষে বেকেত আতার কবর রয়েছে। অন্য একটি কক্ষে নারীদের নামাজের ঘর হিসেবে ব্যবহৃত হয়। একটি কক্ষে বেকের আতার ব্যবহৃত অনেক জিনিস আসবাব রাখা হয়েছে ও একটি সাধারণ নামাজের স্থান। প্রত্যেক কক্ষের গম্ভীর শিলালিপি ও গড়ন স্থানীয় লোকদের কাছে উজ্জ্বল আধ্যাত্মিক বিশ্বাসের কেন্দ্র। এই মসজিদ প্রধানভাবে পাহাড়ী ঢালা দিয়ে খোদাই করা হয়েছে। অধিকাংশ...