ঢাকা:সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৮ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিবকে এ সংক্রান্ত চিঠি দেন।চিঠিটি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে নিয়ে আসে। এর আগে ২০১২ সালের ৪ ডিসেম্বর সংশোধিত গঠনতন্ত্র জমা দেয় তারা। সে সময় ১৯তম সংশোধনী আনা হয়েছিল। এবার ২০১৯ সালের ৯ সেপ্টেম্বরের ২২তম সংশোধনী জমা দেওয়া হয়েছে। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু পর এ নিয়ে অষ্টমবারের মতো সংশোধনী ইসিতে জমা দেয় দলটি। এর আগে দেশের সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে গঠতন্ত্রের সামঞ্জস্য না থাকায় ড. এটিএম শামসুল হুদার কমিশন দলটিকে বারবার গঠতন্ত্র সংশোধনের তাগাদা দেয়। সর্বশেষ ২০১২ সালের ৪ নভেম্বর জামায়াতকে চিঠি দেয় ইসি। চিঠিতে উল্লেখ...