ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে মহালছড়ি নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও মহালছড়ি নতুন পাড়া ইমাম হোসাইন (রা.) কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। মহালছড়ির দুটি মাদ্রাসায় বিতরণ করা শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল খাতা, কলম, স্কেল, পেন্সিল ও বক্স। এছাড়া ক্রীড়া সামগ্রী হিসেবে বিতরণ করা হয় ক্রিকেট বল, ফুটবল, ব্যাট এবং হোয়াইট বোর্ড। এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাবেক সহ-সভাপতি বাচ্ছু আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু এবং...