ঢাকা : এক সময়ের আলোচিত ও সাহসী অভিনেত্রী কিমি কাতকার। ৮০ ও ৯০-এর দশকে বলিউড মাতানো এই অভিনেত্রী রাতারাতি খ্যাতি পেলেও, হঠাৎ করেই গ্ল্যামারের দুনিয়া থেকে সরে দাঁড়ান। সিনেমার রঙিন পর্দা থেকে নিরব জীবনে পা ফেলা এই তারকার গল্প যেন সিনেমার চিত্রনাট্যের মতোই নাটকীয়।কিমি কাতকারের বলিউডে অভিষেক হয় ১৯৮৫ সালে ‘পাতথর দিল’ সিনেমার মাধ্যমে। কিন্তু আলোচনায় আসেন সেই বছরই মুক্তিপ্রাপ্ত ‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এর মাধ্যমে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে কিমির সাহসী অভিনয় তৎকালীন দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে একটি নগ্ন দৃশ্যে অভিনয়ের পর থেকেই তিনি রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসেন।এক সাক্ষাৎকারে কিমি বলেছিলেন, সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।কিমির ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ১৯৯১...