মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট টানা পঞ্চমবারের মতো ব্যয় বরাদ্দ-সংক্রান্ত বিল পাসে ব্যর্থ হয়েছে। এ বিল পাস হলে যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউন (অচলাবস্থা) কাটিয়ে আবার সচল হবে। যুক্তরাষ্ট্রের সিনেটে ব্যয় বরাদ্দ-সংক্রান্ত বিল পাসের জন্য ৬০টি ভোট প্রয়োজন। কিন্তু এর কম ভোট পাওয়ায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় পক্ষের প্রস্তাবই ভেস্তে গেছে। গত সোমবার দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়েছেন, সিনেট আবার বিল পাসে ব্যর্থ হলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের গণহারে ছাঁটাই করা হবে। তহবিল ফুরিয়ে যাওয়ায় হাজারো কর্মী পাঁচ দিন ধরে বিনা বেতনে কাজ করছেন। ডেমোক্র্যাটরা ব্যয় বিলে স্বাস্থ্যসেবা খাতকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে আসছে। বিপরীতে রিপাবলিকানরা নিরেট একটি ব্যয় বিলের জন্য চাপ দিচ্ছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, অচলাবস্থা কাটিয়ে উঠতে তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে একটি সমঝোতায় আসতে আগ্রহী। শুরুতে ডেমোক্র্যাটদের ব্যয় বরাদ্দ-সংক্রান্ত বিলের...