অনুষ্ঠানে যশোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। যশোর জেলার ৭ লাখ ৭৬ হাজার ৭৮৯ জনের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হচ্ছে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকলে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। এ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ও পরীক্ষিত বিধায় পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ সব তথ্য জানানো হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন...