ফেনীতে শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় সাংবাদিকদের অংশগ্রহণে ‘টাইফয়েড ভ্যাকসিনেশনবিষয়ক’ দিনব্যাপী কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা তথ্য অফিসের আয়োজনে ফেনী সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালিযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্তনালয়ের মহাপরিচালক ফয়জুল হক। ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার এস এম আল আমিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক নাজমুস সাকিব, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাসেদুল হাসান। টাইফয়েড টিকাদান বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রনয় কুমার চক্রবর্তী। এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা...