২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলে অসংখ্য সাফল্য অর্জন করেছেন রোনালদো। বর্তমানে তিনি সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলছেন, তবে জাতীয় দলের জার্সিতেই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা।রোনালদো বলেন, ‘অনেকে বলে আমি অনেক কিছুই অর্জন করেছি, এখন থেমে যাওয়া উচিত। কিন্তু আমি এখনো মনে করি, দলের জন্য আমি ইতিবাচক কিছু দিতে পারি। তরুণদের সঙ্গে খেলতে আমার ভালো লাগে, তাদের থেকে শিখি, আর আমার অভিজ্ঞতা দিয়ে তাদের সাহায্য করি। এই প্রতিযোগিতাটাই আমাকে উদ্দীপ্ত রাখে।’প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়লেন রোনালদোতিনি আরও যোগ করেন, ‘আমি জানি আমার ক্যারিয়ারে আর খুব বেশি বছর বাকি নেই। কিন্তু যতদিন খেলব, পুরোপুরি উপভোগ করতে চাই প্রতিটা মুহূর্ত।’২২ বছর ধরে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে খেলছেন রোনালদো। এ পর্যন্ত তিনি পর্তুগালের হয়ে ২২৩ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন—যা...