অভিষেক ম্যাচে ওপেনিংয়ে নেমেছেন সাইফ হাসান। চেষ্টাও করেছেন ইনিংস লম্বা করার।কিন্তু পারেননি। এর আগে অবশ্য বিদায় নেন তানজিদ হাসান তামিম। বরবরের মতো এইবারও ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। দ্রুত ৩ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখান মেহেদি হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। ফিফটি হাঁকিয়ে রান বাড়াচ্ছেন তারা। টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয় তানজিদ হাসান তামিমকে হারিয়ে। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বল তার ব্যাটে লেগে চলে যায় রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে। ১০ রানে ফেরেন টাইগার ওপেনার। তিনে নেমে আজও ব্যর্থ হন শান্ত। ৫ বলে ২ রান করে ওমরজাইয়ের শিকার হন তিনি। অভিষেক ম্যাচে খেলতে নেমে লড়াই চালাতে থাকেন সাইফ। তবে খারোটে সেটি করতে দেননি। তার বল লং অফে শট নিতে গিয়ে রশিদ খানের তালুবন্দি হন সাইফ।...