আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় বিপর্যয়ে পড়লেও চতুর্থ উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের দৃঢ়তায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। দুজন মিলে দলকে টেনে নিচ্ছেন এক জুটিতে, ইতোমধ্যেই তারা গড়েছেন অধর্শত রান পার্টনারশিপ।৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৭ রান।তবে দিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের জন্য। নতুন ওপেনিং জুটি হিসেবে নামা তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান শুরুটা আশাব্যঞ্জক করতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তানজিদ। ১০ বল খেলে ১০ রান করে ফিরতে হয় তাকে।এরপর তৃতীয় ব্যাটার হিসেবে নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ষষ্ঠ ওভারের প্রথম বলেই আজমতউল্লাহর ডেলিভারিতে মিড অফে সহজ ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে করেন ৫ বলে ২ রান।২৫...