পঞ্চগড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকেলে সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমির আয়োজনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। উদ্বোধনী খেলায় জলঢাকা খান ব্রাদার্স ফুটবল একাডেমি ২-০ গোলে রাজশাহী কিশোর ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়লাভ করে। উদ্বোধনী অনুষ্ঠানে কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি তোফায়েল প্রধানের সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা জামায়াতে ইসলামের আমির ইকবাল হোসাইন, ইউনিয়ন জামায়াতের আমির ইউনুস আলী, টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক শাহ মো. মোতাহার আলী, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের...