আগামীর পথেএই অর্জন নিয়ে পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, গত ১০ বছর ধরে পাঠাও বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে, যাত্রায়, উপার্জনে এবং গ্রো করতে সাহায্য করছে। এই সাফল্য পাঠাও-এর প্রতিটি ইউজার, রাইডার, মার্চেন্ট ও পার্টনারের। Superbrand এবং Forbes-এর Top 100 to Watch in Asia-তে স্থান পাওয়া আমাদের সবার জন্য গর্বের একটি মুহূর্ত। আমরা যেমন গত ১০ বছর একসঙ্গে গ্রো করেছি, তেমনি আগামী বছরগুলোতেও বাংলাদেশকে সঙ্গে নিয়ে আরও এগিয়ে যেতে চাই।’এক্সাইটিং প্রমোশনস থেকে শুরু করে স্বপ্নপূরণের মুহূর্ত, পাঠাও-এর ‘10 Years of Growing with You’ সেলিব্রেশনের পাশাপাশি এক দশকের কৃতজ্ঞতা, উদ্ভাবন ও একসঙ্গে গ্রো করার গল্পও। এক দশকের এই যৌথ যাত্রা, আরও অনেক পথচলার শুরু মাত্র। এই অর্জন নিয়ে পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, গত ১০ বছর ধরে পাঠাও বাংলাদেশের...