আওয়ামী লীগ সরকারের শাসনামলে র্যাবের যেসব কর্মকর্তা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলো তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই তালিকায় র্যাব কর্মরত ছিলেন সাবেক এমন ১৪ কর্মকর্তার নাম রয়েছে। যাদের মধ্যে র্যাবের সাবেক তিনজন মহাপরিচালক (ডিজি) এবং সেনাবাহিনীর ১১ জন কর্মকর্তা রয়েছেন। যাদের মধ্যে একজন বাদে সবাই সেনাবাহিনীতে কর্মরত আছেন। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে আসামিদের গ্রেপ্তার করে হাজির করতে আগামী ২২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এদিন গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক আরেক মামলার অভিযোগ আমলে নেয় আদালত। একই দিন আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী মতাবলম্বীদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে বন্দি রেখে নির্যাতন করা...