ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর পাঁচ দিন ধরে বঙ্গোপসাগরের গভীরে ভাসমান ট্রলার থেকে ২৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। ইলিশ রক্ষায় সাগরে টহল দেওয়ার সময় নৌবাহিনীর সদস্যদের নজরে পড়েন ভাসমান জেলেরা। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে কক্সবাজার বাতিঘরের ২৭ নটিক্যাল মাইল দূর থেকে ২৬ জেলেসহ ট্রলারটি উদ্ধার করা হয়। এ বিষয়ে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য ‘এমভি তাজমিনুর রহমান’ নামে ট্রলারটি নিয়ে জেলেরা গভীর সাগরে যান। ৩ অক্টোবর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে সাগরে জীবন হানির শঙ্কায় ভাসতে থাকেন জেলেরা। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় গত...