আফগানিস্তানে বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে মার্কিন প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আঞ্চলিক শক্তিগুলো। গতকাল রাশিয়া, চীন, ইরান, ভারত, পাকিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোসহ ‘মস্কো ফরম্যাট অফ কনসালটেশনস অন আফগানিস্তান’-এর সদস্যরা যৌথভাবে জানিয়েছে, তারা আফগান ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেবে না। বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশগুলোর যৌথবিবৃতিতে আফগানিস্তানকে স্বাধীন, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। ট্রাম্পের বাগরাম ঘাঁটি পুনর্দখলের উদ্যোগ আঞ্চলিক অস্থিরতা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মস্কো ফোরামে যোগদানের পর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি জোর দিয়ে বলেন, আফগানিস্তান কোনও বিদেশী সামরিক উপস্থিতি মেনে নেবে না। “আফগানিস্তান একটি স্বাধীন ও স্বাধীন দেশ এবং ইতিহাস জুড়ে, এটি কখনও বিদেশীদের সামরিক উপস্থিতি মেনে নেয়নি,” তিনি বলেন। “আফগানিস্তানকে মুক্ত ও স্বাধীন...