হামজা চৌধুরি-সামিত সোম আসার পর বাংলাদেশ দলের শক্তি বেড়েছে। তারা আসার পরই ৪৫ বছর পর আবার এশিয়া কাপ খেলার স্বপ্ন জেগেছে বাংলাদেশের। আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি অনেকটা ডু অর ডাই। এই ম্যাচে হারলে এশিয়া কাপে খেলার স্বপ্ন অনেকটাই ধূলিৎসাত হবে। তবে আজ ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূইয়া দুইজনই আশা দেখিয়েছেন।কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, 'আমরা জানি আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সব সময়ই সন্তুষ্ট। তবে সাম্প্রতিক কিছু নতুন সংযোজন আমাদের দলকে আরও শক্তিশালী করেছে।'তিনি আরো যোগ করেন, 'শুরু থেকেই আমরা বলেছি গ্রুপের চারটি দলই সমমানের। যদিও তাদের খেলার ধরণ বা স্টাইল ভিন্ন, কিন্তু সামগ্রিক মান খুব কাছাকাছি। হংকং দল সিঙ্গাপুরের মতোই শক্তিশালী। এটা ফলাফলেও দেখা...