আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা যে ভোট দেবেন, তা শতভাগ নিরাপদ ও গোপনীয়তা অটুট থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ‘এটি বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার এক ঐতিহাসিক পদক্ষেপ। মূলত তিনটি ইনভেলাপের (খাম) মাধ্যমে প্রবাসীদের ভোটদান সম্পন্ন করা হবে। ফলে প্রবাসীদের ভোট প্রদান নিরাপদ হবে এবং গোপনীয়তা অটুট থাকবে।’ বুধবার (৮ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘পোস্টাল ব্যালটের নিরাপত্তা ও গোপনীয়তা’ নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকারের ডাক বিভাগ। এতে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ডাক দেশের অন্যতম প্রাচীন ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত...